মদের নেশায় বুঁদ।টলমল অবস্থাতেই আচমকা হামলা চালায় একটি দোকানে। স্থানীয়রা বাধা দিতেই তাঁদের ওপর ছুরির কোপ বসায় মদ্যপ যুবক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ষষ্ঠীতলায়। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।তবে, হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:সিঁথিতে সিঁদুর! শ্রাবন্তীকে দেখেই রেগে আ.গুন নেটপাড়া
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম সুমন দাস ওরফে ভিকি। স্থানীয় সূত্রে দানা গেছে,মদ্যপ অবস্থায় আচমকাই একটি দোকানে হামলা চালায় ভিকি। স্থানীয়রা তাঁকে বাধা দিতে গেলে দুজনকে ছুরি দিয়ে আঘাত করে ওই অভিযুক্ত যুবক।আহতদের তড়িঘড়ি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
এদিকে গোটা ঘটনা জানিয়ে স্থানীয়রা ভিকির বিরুদ্ধে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভিকিকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।কেন এই হামলা চালানো হল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।