উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু নিয়োগে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নিয়োগ অনুমোদন পেয়েছে। এদিনের বৈঠকে মৎস্য দফতর, দু’টি কলেজ-সহ কিছু পদে নিয়োগের বিষয়ে এদিন প্রস্তাব পেশ করা হয়েছিল। তাতে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

• রাজ্য সরকারের মৎস্য দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিসেসের গ্রেড টুতে ৮১ জনকে নেওয়া হবে।
• ফিশারিজ এক্সটেনশন অফিসার পদে তাঁদের নিয়োগ করা হবে।
• পশ্চিমবঙ্গ ইএসআই (এমবি) স্কিমের অধীনে ইএসআই মানিকতলাতে ওটি টেকনিশিয়ান গ্রেড-৩ এর সাতটি শূন্যপদ তৈরি হয়েছে। ওই ৭টি শূন্যপদের মধ্যে আপাতত ৩টি পূরণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
• বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কোষাধ্যক্ষ তথা ক্যাশিয়ার পদে এক জনকে নেওয়া হবে।

তবে, বিদ্যালয় শিক্ষা দফতরে আর কোনও শূন্যপদ পূরণের প্রস্তাব এদিন রাখা হয়নি। তবে কলেজে নিয়োগের বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার শিশুরাম দাস কলেজে বিভিন্ন বিষয়ে ৭টি সহকারি অধ্যাপক পদ তৈরি ও পূরণের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া কোচবিহারের এবিএন শীল কলেজে পদার্থবিদ্যা বিভাগে ১ জন সহকারি অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগে একজন অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেন, “আইনিজালে কিছু চাকরি আমরা দিতে পারছি না। কিন্তু আমাদের হাতে যা আছে সেগুলোতে লোক নিন। কাজের গতি বাড়াতে হবে তো দফতরগুলিকে।“
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে



































































































































