আইপিএলের ফাইনাল ২৮ মে। মাঝে মাত্র কয়েকটা দিন।৭-১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।ইতিমধ্যেই দু-দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।কিন্তু ভারতীয় শিবিরে চিন্তা বাড়ল লোকেশ রাহুলের চোটে।
আরসিবি ইনিংসের দ্বিতীয় ওভারে থাই মাসলে চোট পান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় ওভারের শেষ বলে অনবদ্য ড্রাইভ আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে গুরুতর চোট পান লোকেশ রাহুলের। সঙ্গে সঙ্গে ডাগ আউটের দিকে ইঙ্গিত করেন তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর জন্য স্ট্রেচারও আনা হয়। স্ট্রেচারে না উঠলেও কোনওরকমে সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠ ছাড়েন লোকেশ রাহুল।
রাহুলের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। লখনউয়ের ক্রুণাল পাণ্ড্য বলেন, খুবই খারাপ একটা ঘটনা। কোমরে লেগেছে রাহুলের। তবে সেটা কতটা বড় চোট জানি না। আমাদের চিকিৎসকরা দেখছেন।
গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ঋষভ পন্থ এখন ভারতীয় দলের বাইরে। এমন পরিস্থিতিতে রাহুলকে উইকেটরক্ষক হিসাবে দলে চাইবে ভারত। তিনি খেললে ব্যাট হাতেও দলের মিডল অর্ডারকে ভরসা দিতে পারবেন। ইতিমধ্যেই চোটের জন্য মাঠের বাইরে শ্রেয়স আয়ার এবং যশপ্রীত বুমরা।যা পরিস্থিতি তাতে যদি রাহুলও বড় চোট পান, তা হলে ভারতীয় দলের শক্তি আরও কমে যাবে।