হিন্দু মন্দিরে পুজো দিয়ে ভাই*রাল ফাতিমা ভুট্টো!

0
1

হিন্দু মন্দিরে (Hindu temple)পুজো দিয়ে ভাইরাল নিহত পাক (Pakistan) প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ভাইজি ফাতিমা ভুট্টো (Fatima Bhutto)। ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মিশ্র প্রতিক্রিয়া নেট দুনিয়ায়। কেউ প্রশংসা করছেন তো কেউ আবার মুসলিম লেখিকার হিন্দু মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

প্রয়াত জুলফিকার আলি ভুট্টোর লাইব্রেরিতে ঘরোয়া অনুষ্ঠানে নিকাহ সম্পন্ন করেন ফাতিমা। লেখিকা হিসেবে তিনি সুপরিচিত। গত শুক্রবার আমেরিকা নিবাসী গ্রাহাম গিবরানের সঙ্গেই সংসার করার ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি মিলেছে। এরপর গত রবিবার তাঁরা করাচির মহাদেব মন্দিরে যান । সেখানে নব দম্পতি বিগ্রহে দুধ ঢেলে পুজো দেন বলে জানা যাচ্ছে। করাচির ইতিহাসে সিন্ধি হিন্দুদের অবদানের কথা মাথায় রেখেই মন্দিরে গিয়েছিলেন বলেই খবর। তবে অনেকেই তাঁদের এই উদ্যোগের প্রশংসা করলেও পাকিস্তানের এই চরম অর্থসংকট কালে এইভাবে নিকাহ উদযাপন করাটা অনেকেই ভাল চোখে দেখেননি। তবে বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ভাইজি ফাতিমা ভুট্টোর (Fatima Bhutto) মন্দির দর্শনের ছবি রীতিমতো ভাইরাল।