নিয়োগ দুর্নীতিতে অয়ন-পুত্রের বান্ধবী ইমনের কোটি টাকার সম্পত্তি! দাবি ইডির

0
2

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হুগলির প্রোমোটার অয়ন শীলের পুত্র অভিষেকের ঘনিষ্ঠ ইমনের কাছ থেকে ১ কোটি টাকার সম্পত্তির হদিস। ইমন গঙ্গোপাধ্যায়কে জেরা করার পর এমন তথ্য উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

আরও পড়ুন:কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃ*ত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

দিন কয়েক আগেই ইমনকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বাবাকে নিয়ে হাজিরও হন ইমন। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই সময়ই ইমনের সম্পত্তি সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারীদের দাবি,ওই টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন অয়ন। যদিও এই সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ইমন।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ১৯ মার্চ অয়নকে গ্রেফতার করা হয়। তার পর তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ-এর ভূমিকাও নজরে আসে। ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছিল ইডি।খুলেছিলেন একটি পেট্রোল পাম্পও।