তিহাড় জেলের ভেতরেও গ্যাংস্টারের উপর হামলা বন্দির! রোহিনী আদালতে শু.টআউটে অভিযুক্তের মৃ*ত্যু

0
3

তিহাড় জেলের ভেতরেও নিরাপত্তার অভাব!জেলের ভেতরেই কয়েদিদের একাংশ হামলা চালায় দিল্লির রোহিনী আদালতে গুলিচালানোর ঘটনায় অভিযুক্ত তিল্লু তাজপুরিয়ার।হামলার অভিঘাত এতটাই বেশি ছিল যে গ্যাংস্টার তিল্লুকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:আজ ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও?

মঙ্গলবার সাতসকালে তুইহাড় জেলের ভেতরেই তিল্লু তাজপুরিয়ার উপর হামলা চালায় তাঁর প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও টুন্ডার সহকারীরা। জানা গিয়েছে, একটি লোহার রড দিয়ে তিলুর উপর আক্রমণ করা হয়। রক্তারক্তি কাণ্ড বাধে জেলের মধ্যেই। তারপরই দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তিলুকে মৃত বলে ঘোষণা করা হয়।


উল্লেখ্য, এই সংশোধনাগারেরই অন্য একটি ব্লকে রয়েছেন গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল ও মহিলা ওয়ার্ডে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তার মধ্যেই এ ধরণের ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছে অনেকেই।