সাফাই দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ব্রিজভূষণের, অভিযোগ নিয়ে কী বললেন?

0
3

২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ব্রিজভূষনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগিরদের যৌ*ন নিগ্রহ করার। আর এবার এরই মাঝে মুখ খুললেন অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিং। সাফাই দিতে গিয়ে আরও বিতর্কিত মন্তব্য করে বসলেন ব্রিজভূষণ শরন। এক সর্বভারতীয় সংবাদসংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে ব্রিজভূষন বলেন,’ আমি কি রোজ শিলাজিত দিয়ে বানানো রুটি খেতাম?

এদিন ব্রিজভূষন বলেন,” প্রথমে ওরা অভিযোগ করল আমি ১০০ নাবালিকাকে যৌ*ন নিগ্রহ করেছি। এখন বলছে আমি ১০০০ নাবালিকাকে যৌন নিগ্রহ করেছি। আমি কি রোজ শিলাজিত দিয়ে বানানো রুটি খেতাম? যদি এই নির্যাতিতারা জন্তর মন্তরে যায়, আমি ইস্তফা দেব।”

তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ‍্যে বলে দাবি করেছেন ব্রিজভূষন। তিনি বলেন, সব ধরনের তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু পদত্যাগ করবেন না। এরপাশাপাশি ব্রিজভূষন অভিযোগ করেন , কুস্তিগিরদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক প্রভাব রয়েছে। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই তাঁর বিরুদ্ধে মিথ‍্যে মামলা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন ব্রিজভূষন।

আরও পড়ুন:পাঞ্জাবের কাছে হারের কারণ খুঁজে পেলেন মাহি