বিধানসভা ভোটে বাংলায় গোহারা হেরেছে বিজেপি। তারপর থেকেই লাগাতার বাড়িয়েছে গ্যাসেক দাম। এর প্রতিবাদে একাধিকবার রাস্তায় নেমেছে তৃণমূল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পঞ্চায়েত ভোট আসতেই পুরনো ছকেই মানুষের মন জয়ের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। নতুন অর্থবর্ষের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। শনিবার, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক রান্নার রান্নার গ্যাস সিলিন্ডারের (১৯ কেজির) দাম একধাক্কায় ৯২টাকা কমানো হয়েছে। যদিও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের (১৪.২ কেজির সিলিন্ডার )দাম অপরিবর্তিতই থাকছে।
আরও পড়ুন:সাধারণের রেহাই নেই, অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম
২০২৩ সালের মার্চ মাসে গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ে ৫০ টাকা। যার ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়ে ১১২৯ টাকা।যার ফলে মধ্যবিত্তর অস্বস্তি বেড়্ছে বইকি! যদিও তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই বিজেপির।
অন্য দিকে, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫০ টাকা বাড়িয়েছিল। শনিবার, ব্যবসায়ীদের খানিক স্বস্তি দিয়ে সেই গ্যাসের দাম ৯২ টাকা কমানো হয়েছে।
১ এপ্রিল থেকে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম দেখে নেওয়া যাক-
কলকাতা: ২১৩২ টাকা
দিল্লি: ২০২৮ টাকা
মু্ম্বই:১৯৮০ টাকা
চেন্নাই: ২১৯২.৫০ টাকা
যদিও বাণিজ্যিক গ্যাসের দাম কমানোতে স্বস্তিতে নেই মধ্যবিত্ত।তাঁদের কথায় ভোট আসতেই গ্যাসের দাম কমিয়েছে বিজেপি। তবে খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় ওষুধেরও।এমনিতেই লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা গুনতে হচ্ছে।কেরোসিন তেলের দামও বহুদিন ধরেই একজায়গাতেই স্থির রয়েছে। ফলে স্বস্তিতে নেই আমজনতা।