পাঞ্জাবের কাছে হারের কারণ খুঁজে পেলেন মাহি

0
3

রবিবার পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস। আর এই ম‍্যাচে হারের পর দলের পারফরম্যান্সকে কাঠগড়ায় তুললেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক‍্যাপ্টেন কুল বললেন, আরও রান করার পাশাপাশি বোলিং-এও নজর দিতে হবে।

ম‍্যাচ শেষে ধোনি বলেন,” আমাদের প্রতিটা পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। শেষ কয়েকটা ওভারে বেশি রান করতে পারিনি। আরও ১০-১৫ রান বেশি করা উচিত ছিল। তা হলে বোলাররা কিছুটা সুবিধা পেত। যদিও এই পিচে ২০০ রান খারাপ নয়। পিচ খারাপ ছিল না। স্পিনারদের বল একটু ঘুরছিল এবং স্লো বলগুলি একটু থমকাচ্ছিল বটে। সব মিলিয়ে বোলারদের জন্য অল্প সাহায্য ছিল পিচে।”

এদিকে বোলিং প্রসঙ্গে মাহি বলেন,”পথিরানা ভালো বল করেছে। আসলে মাঝে ওভার দুয়েকের খারাপ বোলিংয়ের জন্যই ম্যাচটা হারতে হয়েছে আমাদের। প্রথম ৬ ওভারেও আমাদের ভালো বল করতে হবে। পেসারদের বুঝতে হবে পাওয়ার প্লেতে সঠিক লাইন-লেনথ কী হতে পারে।”

আরও পড়ুন:মুম্বইয়ের কাছে ম‍্যাচ হেরেও অনন্য নজির গড়লেন অশ্বিন