এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? চলতি আইপিএল-এ কি শেষবারের মতন নামছেন ক্যাপ্টেন কুল? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এবার প্রশ্নের উত্তর দিলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।
পাঞ্জাব কিংসের কাছে হারের পর ফ্লেমিং বলেন,” ধোনি এই মরশুমের পরে অবসর নেবে এমন কোনও ইঙ্গিত আমাদের দেয়নি।”
এদিকে ধোনি ইডেনে নিজের অবসর নিয়ে এক ইঙ্গিত দিয়েছিলেন। ধোনিকে দেখতে ইডেন হলুদে হলুদ হয়ে গিয়েছিল। অধিকাংশ ছিল ধোনির সমর্থনে। তা দেখে ম্যাচের পর ধোনি বলেছিলেন, “আমাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। প্রচুর মানুষ হলুদ জার্সি পরে এসেছিলেন। হয়তো তাঁরাই আবার পরের দিন কেকেআরের জার্সি পরে খেলা দেখতে আসবেন। দর্শকরা হয়তো আমাকে বিদায় জানাতে এসেছিলেন। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।”
আরও পড়ুন:ইতিহাস গড়েন সাত্ত্বিক-চিরাগ জুটি, এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের