ইতিহাস গড়েন সাত্ত্বিক-চিরাগ জুটি, এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের

0
2

ইতিহাস তৈরি করলেন ভারতের সাত্ত্বিক সিরাজ এবং চিরাগ শেট্টি। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলসে সোনা জয় করলেন এই দুই ব‍্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করল সাত্ত্বিক-চিরাগ জুটি। এর আগে ভারতের দীনেশ খান্না পুরুষদের একক বিভাগে সোনা ছিনিয়ে আনেন। তবে ডবলসে এই প্রথম সোনা।

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি হারিয়েছেন মালয়েশিয়ার অং ইউ সিন এবং টিও এ আইকে। ম্যাচের ফলাফল ১৬-২১, ২১-১৭ এবং ২১-১৯। ম‍্যাচে প্রথম সেটে বিপক্ষের কাছে কিছুটা হলেও পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। সেই সেটে হারলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভারতীয় শাটলাররা। দ্বিতীয় সেটের শুরু থেকেই দাপট দেখায় ভারত। তৃতীয় সেটেও বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি সাত্ত্বিক-চিরাগ জুটি। তবে বিপক্ষ জুটি চেষ্টা চালিয়ে যান ভারতকে হারানোর। কিন্তু তাতে তারা সফল হয়নি।

আরও পড়ুন:ব‍্যর্থ যশস্বীর ১২৪, রাজস্থানকে ৬ উইকেটে হারাল মুম্বই