রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন সঞ্জু স্যামসনের রাজস্থানকে ৬ উইকেটে হারাল রোহিত শর্মার মুম্বাই। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব এবং টিম ডাভিদ। বল হাতে তিন উইকেট আর্শদ খানের। কাজে এল না যশস্বী জসওয়ালের ১২৪।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১২ রান করে রাজস্থান। সৌজন্যে যশস্বী জসওয়াল। ৬২ বলে ১২৪ রান করেন তিনি। বাদবাকি রাজস্থানের ব্যাটদের রান সংখ্যা ঠিক এরকম,জস ব্যাটলার ১৮ রান। অধিনায়ক সঞ্জু স্যামসন ১৪ রান। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন আর্শদ খান। দুই উইকেট নেন পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন জোফ্রা আর্চা এবং মেলিডিথ।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব এবং টিম ডাভিদ। ৫৫ রান করেন সূর্য। ৪৫ রানে অপরাজিত টিম ডাভিদ। ৪৪ রান করেন ক্যামারুন গ্রিন। ৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৮ রান করেন ইশান কিষান। রাজস্থানের হয়ে দুই উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং সন্দীপ শর্মা।
আরও পড়ুন:মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, শিলিগুড়িতে ইস্টবেঙ্গল রোড










































































































































