বিবাহ বিচ্ছেদের(divorce) ক্ষেত্রে ৬ মাসের ওয়েটিং পিরিয়ড আর আর বাধ্যতামূলক নয়। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এমনটাই জানালো সুপ্রিম কোর্টের(Supreme Court) ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ(division bench)। আদালতে তরফে জানানো হয়েছে, সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে ৬ মাসের বাধ্যতামূলক ‘ওয়েটিং পিরিয়ড’ না দিয়েই বিবাহ ভেঙে দেওয়া যেতে পারে। তবে তা পারস্পরিক সম্মতিতে বিবাহ-বিচ্ছেদের ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হিন্দু বিবাহ আইনের ১৩ বি ধারা অনুসারে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য বাধ্যতামূলক অপেক্ষার সময়সীমা মকুব করা যায় কি না, সেই সংক্রান্ত মামলা পাঠানো হয়। সুপ্রিম কোর্টের এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি জেকে মহেশ্বরী। আজ এই মামলার শুনানি চলাকালীন, সংবিধানের ১৪২ নম্বর ধারা উদ্ধৃত করে এই সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে হিন্দু বিবাহ আইনের অধীনে নির্ধারিত ছয় মাসের সময়সীমা বাতিল করা যেতে পারে।
আদালতের তরফে জানানো হয়েছে, “যেসব বিবাহ বিচ্ছেদের মামলায় কোনওভাবে মীমাংসার অবকাশ নেই সেক্ষেত্রে আমরা মনে করি আদালত বিয়ে বিবাহ বিচ্ছেদে সম্মতি দিতে পারে।”