এশিয়া কাপ নিয়ে মতবিরোধ চলছেই, বিকল্প ভাবনা বোর্ডের

0
4

এশিয়া কাপ নিয়ে ফের শুরু হয়েছে সমস‍্যা। চলতি বছর পাকিস্তানের মাটিতে বসতে চলছে এশিয়া কাপের আসর। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠাবে না তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড চায় গোটা প্রতিযোগিতাই সরিয়ে দেওয়া হোক পাকিস্তান থেকে। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক।

সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কনফেডারেশনকে (এসিসি) পিসিবি কর্তারা বিকল্প প্রস্তাব দিয়েছেন। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় ভারতের ম্যাচগুলি হোক নিরপেক্ষ কোনও দেশে। আর প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি হোক পাকিস্তানের মাটিতে। আর সূত্রের খবর পাকিস্তানের এই প্রস্তাবে রাজি নন ভারতের ক্রিকেট কর্তারা। বিসিসিআই কর্তারা চান, গোটা প্রতিযোগিতাই সরিয়ে দেওয়া হোক পাকিস্তান থেকে। জানা যাচ্ছে, ভারতীয় বোর্ড কর্তারা চান প্রতিযোগিতা হোক সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায়। বিসিসিআই কর্তাদের এই প্রস্তাব আবার মানতে রাজি নন পাকিস্তানের কর্তারা। আর এখানে প্রশ্ন উঠছে এই মতবিরোধে আদৌ এশিয়া কাপ হবে কিনা।

আবার সূত্রের খবর, এশিয়া কাপ আয়োজিত না হলে বিসিসিআই ৫ দেশীয় একটি টুর্নামেন্ট আয়োজন করবে সেই সময়। যদিও কোন ৫ দেশ সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:সাফাই দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ব্রিজভূষণের, অভিযোগ নিয়ে কী বললেন?