মে দিবসে বামেদের গু.ন্ডামি, তৃণমূলের পার্টি অফিস দখলের জেরে উত্তাল কাশীপুর

0
3

মে দিবসের পার্টি অফিস দখল ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে (CPM TMC Clash) উত্তাল হয়ে উঠল কাশীপুর (Cossipore) সেভেন ট্যাঙ্কস রোড। ১০-১১ বছর ধরে তৃণমূলের(TMC) কার্যালয় হিসেবে পরিচিত এই পার্টি অফিস দখল করতে দলবল নিয়ে হাজির হয় সিপিএম। জানা গিয়েছে, সিপিএমের এই গুন্ডামির নেতৃত্বে ছিলেন জোড়া খুনের আসামী দুলাল বন্দ্যোপাধ্যায়(Dulal Banerjee)। তৃণমূল কর্মীরা বাধা দিলে তাদের বেধড়ক মারধর করে সিপিএমের লোকজন। ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

মে দিবসের দিন সিপিএমের এই ন্যাক্কারজনক হামলার নিন্দা করে তৃণমূল সাংসদ শান্তনু সেন(Shantanu Sen) বলেন, “এলাকার মানুষ জানেন ওই পার্টি অফিস কাদের। গত ১০-১১ বছর তৃণমূলই ওই পার্টি অফিস ব্যবহার করছে। আজকে জোড়া খুনের আসামী দুলাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিএম হার্মাদদের জড়ো করে তা দখল করতে গিয়েছিল। তৃণমূলকর্মীরা বাধা দিলে সিপিএমের লোকজন বেধড়ক মারধর করে। তারপর এলাকার মানুষের প্রতিরোধে সিপিএমের বাহিনী এলাকা ছাড়তে বাধ্য হয়।”

তবে সিপিএমের পাল্টা দাবি, একটা সময় ওই পার্টি অফিস সিপিএমের দখলে ছিল। ১২ বছর ধরে তা দখল করে রেখেছে তৃণমূল। এই পার্টি অফিস সোমবার দখল করতে গেলে তৃণমূলের লোকজন তাদের ওপর হামলা চালায়। যদিও তৃণমূলের বক্তব্য ওই পার্টি অফিস কাদের ছিল তা এলাকার মানুষ জানেন। জোর করে তা দখল করার চেষ্টা করছে সিপিএম। তাই তৃণমূল কর্মীদের পাশাপাশি এলাকার মানুষ সিপিএমের এই গুন্ডাগিরিতে বাধা দিয়েছেন।