“মানুষের জুটছে না দুমুঠো ভাত”! ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে তীব্র আ.ক্রমণ অভিষেকের

0
2

“মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত।”- এই ভাষাতেই সোমবার করণদিঘির সভা থেকে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক। এখন তিনি রয়েছেন করণদিঘিতে। প্রধানমন্ত্রী রেডিও অনুষ্ঠানের সততম বর্ষ উদযাপন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, বাংলার ১০০ দিনের টাকা না দিচ্ছে না কেন্দ্র। এদিকে ‘মন কি বাত’-এর একশোতম পর্ব উদযাপন করা হচ্ছে।

এদিন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত। ১০০ তম পর্ব, ১০০ তম অধ্যায়, আর ১০০ দিনের টাকা বন্ধ।’’ অভিষেকের কথায়, বাংলার মানুষ ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত। আর প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব উদযাপন নিয়ে ব্যস্ত৷ অভিষেকের কথায়, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’