গতকাল ইডেনে গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের পর হতাশ নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তিনি।

গুজরাতের কাছে ম্যাচ হারের পর নাইট কোচ বলেন,” আমাদের হাতে এখনও কয়েকটা ম্যাচ রয়েছে। এখন সব ম্যাচ জেতা ছাড়া কার্যত কোনও উপায় নেই। কখনওই বলব না কাজটা খুব কঠিন। তবে আমাদের আরও সক্রিয় হতে হবে। শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে হবে আমাদের।”

নাইট কোচ আরও বলেন,” এই পর্যায়ে অভিজ্ঞ এবং সফল অনেক ক্রিকেটার আমাদের সামনে রয়েছে। তাদের সঙ্গে সময় কাটানো এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার যথেষ্ট সময় অন্য ক্রিকেটারদের পাওয়া উচিত। পরিকল্পনা এবং কৌশল নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১২ মাস সময় পাই। ক্রিকেটারদের সঙ্গে কথা বলার প্রচুর সুযোগ থাকে। কিন্তু আইপিএলে পর পর ম্যাচ খেলতে হয়। তারমধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়া বিষয় থাকে। প্রচুর সফর করতে হয়। আলোচনা করার যথেষ্ট সময় পাওয়া যায় না। এর মধ্যেও ভাল পারফরম্যান্স কীভাবে করা যায়, তার উপায় বার করা গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন:কোচ ঠিক হতেই আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের










































































































































