গরমের তাপদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে (Rain) খুশি বঙ্গবাসী। ছুটির দিনের সকালেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Alipore Weather Department)। কলকাতা (Kolkata Weather Forecast)সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে আজও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরেও। পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে।
গত বৃহস্পতিবারে মুষলধারে বৃষ্টি ভেজার পর শনিতেও দুর্যোগের অশনি সংকেত মিলেছিল। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে গতকাল দুপুরের পর থেকে নিজের চরিত্র বদলায় প্রকৃতি। আকাশ কালো করে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। নদিয়ার চাপড়া-করিমপুরে বাজ পড়ে ৩জনের মৃত্যুর খবরও মিলেছে। আজ রবিবার সেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর বলছে রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণের একাধিক জেলায়। আজ উত্তরবঙ্গ জুড়েই ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ থেকে আগামী ৫দিন একই আবহাওয়ার পূর্বাভাস।