রবিবার হাল্কা মেজাজে নাইট ব্রিগেড, খেলল গল্ফ

0
1

শনিবার গুজরাত টাইটান্স-এর বিরুদ্ধে হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স। এই হারের ফলে প্লে অফের অঙ্ক অনেকটাই কঠিন করে দিয়েছে কেকেআরের জন‍্য। যার ফলে এখন থেকে বাকি পাঁচ ম্যাচের সবকটাই ডু অর ডাই ম্যাচ নীতীশ রানাদের কাছে। তবে তার আগে রবিবার নাইটদের দেখা গেল অন‍্য মেজাজে। সুনীল নারীন, টিম সাউদিদের দেখা গেল গল্ফ খেলতে। সময় কাটালেন সমর্থকদের সঙ্গে।

 

এদিকে আইপিএল-এ এখনও কেকেআর প্লে-অফে উঠতে পারে বলেই মনে করছেন নাইটদের সহকারী কোচ জেমস ফস্টার। এই নিয়ে তিনি বলেন,” আমরা পরিশ্রম করছি। দলের ক্রিকেটাররা খুব পরিশ্রম করছে। প্রতিটা খেলা হাই-স্কোরিং হচ্ছে। জয় খুব বেশি দূরে নেই। জয় ও হারের মধ্যে লাইনটা খুব সূক্ষ্ম। এখন আমরা ভুল দিকটাই আছি। এখনও কয়েকটা ম্যাচ বাকি। আমাদের ঠিক দিকে যেতে হবে।”

এর পাশাপাশি কেকেআরের সহকারী কোচ আরও বলেন,” আমাদের প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। দু’বছর আগেই সেটা করে দেখিয়েছিলাম। আবার সেটাই করতে হবে। প্রতিম্যাচে বেশ কয়েক জন ক্রিকেটার ভাল খেলছে। এবার সবাইকে ভাল খেলতে হবে।”

আরও পড়ুন:দিল্লি-হায়দরাবাদ ম‍্যাচে গ্যালারিতে ব*চসা-মা*রামারি, ভাইরাল ভিডিও