চেন্নাই সুপার কিংসকে হারাল পাঞ্জাব কিংস। এদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৪ উইকেটে হারাল শিখর ধাওয়ানের পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে প্রভসিমরন করেন ৪২ রান। এদিকে ব্যর্থ কনওয়ের ৯২ রান।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৯২ রানে অপরাজিত। ৩৭ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ২৮ রান করেন শিভম দুবে। ১০ রানে রবীন্দ্র জাদেজা। ১৩ রানে অপরাজিত ধোনি। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, সাম কুরান, রাহুল চাহার এবং রাজা।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। ৪২ রান করেন। ৪০ রান করেন লিভিংস্টোন। ২৮ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন তুষার দেশপান্ডে। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এক উইকেট নেন পাথিরানা।
আরও পড়ুন:রবিবার হাল্কা মেজাজে নাইট ব্রিগেড, খেলল গল্ফ