জামুরিয়ায় শ্যু.টআউট! গাড়ির ভেতর থেকে উদ্ধার গু.লিবিদ্ধ দেহ

0
1

গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলের(Asansol) জামুড়িয়ায়(Jamuria)। শনিবার জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক স্করপিও গাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। গাড়ির পাশ থেকে উদ্ধার হয় গুলির খোল। এই হত্যার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমছে জামুড়িয়া পুলিশ(Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে বসেছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনের সিটে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। ওই ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ। তিনি রানিসায়রের বাসিন্দা। এবং বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে নাকি ওখানেই গাড়ির ভিতর খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।