পূর্বাভাসকে সত্যি করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হল বৃষ্টি। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আজ থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেইমতো বেলা গড়াতেই ঝেঁপে নামল বৃষ্টি।
আরও পড়ুন:ভয়ঙ্কর গরমে পুড়বে May, প্রাণহানির পাশাপাশি অর্থনীতিতে সঙ্কটের আশঙ্কা!
শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শহরে পাল্লা দিয়ে বাড়ে অস্বস্তিজনক গরম। কিন্তু তাঁর মধ্যেই নামল স্বস্তির বৃষ্টি। কলকাতার পাশাপাশি আগে পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও শনিবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টি হতে পারে।