কেউ দেখা করেননি! প্রায় ২ সপ্তাহ দিল্লি থেকেও খালি হাতে ফিরলেন মুকুল

0
1

সাদা চুল। অসংলগ্ন কথা বলতে বলতে ১২ দিন আগে দিল্লি গিয়েছিল। কালো চুলে কলকাতা ফিরে মুকুল রায় (Mukul Ray) দাবি করলেন, তাঁর সঙ্গে দিল্লিতে (Delhi) সবার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু সূত্রের খবর, কার্যত খালি হাতে ফিরেছেন মুকুল। BJP-র শীর্ষ স্থানীয় নেতারা কেউই তাঁকে পাত্তা দেননি। শনিবার, বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে যখন জিজ্ঞাসা করেন, তিনি কোনও নেতার নাম করতে পারেননি যাঁদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে, এখনও মুকুলের দাবি তিনি বিজেপিতেই আছেন। এদিকে, তাঁকে ঝেড়ে ফেলতে ব্যস্ত বঙ্গ-বিজেপি।

১৭ এপ্রিল আচমকা উধাও হয়ে যান মুকুল রায়। তাঁর পুত্র শুভ্রাংশু রীতিমতো অপহরণের অভিযোগ করেন। কিন্তু তার পরেই মুকুল রায় জানান, তিনি স্বেচ্ছায় দিল্লি গিয়েছেন। চুলে কলপ করে, জমকালো পোশাক পরে সাংবাদিক বৈঠকও করেন মুকুল। জানান, দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে এসেছেন তিনি। কিন্তু তারপর আর কোনও বিজেপি নেতা-নেত্রীর সঙ্গে মুকুলকে সাক্ষাৎ করতে দেখা যায়নি। এমনকী কোনও খবরও সূত্র মারফৎ মেলেনি। টানা ১২দিন ধরে ঠায় দিল্লিতে বসে থেকে ফিরে আসেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

এদিন দুপুরেই দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরেন মুকুল রায়। ফিরেই জানান, নিজের ইচ্ছাতেই গিয়েছিলেন দিল্লি। আবার যাবেন। কিন্তু কাদের সঙ্গে দেখা হল এই রাজধানী সফরে? একটি নামও জানাতে পারেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। শুধু এড়িয়ে যাওয়া উত্তর, “সবার সঙ্গে দেখা হয়েছে।“

দিল্লি গিয়ে মুকুল দাবি করেন, তিনি বিজেপিতেই রয়েছেন। দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গেই দেখা করতে গিয়েছেন। ফিরেও জানান, তিনি বিজেপিতে আছে। কর্মসূচি অনুযায়ী কাজ করবেন। কিন্তু কী কর্মসূচি! কে দিয়েছে তাঁকে সেই দায়িত্ব? উত্তর নেই মুকুলের কাছে। প্রথম থেকেই খবর ছিল, মুকুলের সঙ্গে বৈঠকে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপি-র পক্ষ থেকেও মুকুলকে নিয়ে তীব্র আপত্তির কথা জানানো হয়। ফলে দিল্লি গিয়ে বসে থাকলেও তাঁর সঙ্গে কথা বলতে আগ্রহ দেখাননি গেরুয়া শিবিরের ছোট-বড় কোনও নেতাই। দিল্লি থেকে খালি হাতে ফিরে রাজ্য রাজ্য রাজনীতিতে মুকুল রায় আরও অপ্রসঙ্গিত হয়ে পড়লেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।