রাতের অন্ধকার দুঃসাহসিক অভিযান চালানো ভারতীয় বায়ুসেনা(Indian Air force)। সুদানের এক অকেজো এয়ারস্ট্রিপকে(air strip) কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ১২১ জন ভারতীয়কে(Indians) উদ্ধার করল ভারতীয় বিমান। ঝুঁকি নিলেও এই অসাধ্য সাধনে দেশের বায়ুসেনার প্রশংসায় পঞ্চমুখ সব মহল।

সুদানের রাজধানী খারতুম থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত সাইদানা এয়ারস্ট্রিপ। অকেজো হয়ে পড়ে থাকা এই এয়ারস্ট্রিপে না আছে গ্রাউন্ডসাপোর্ট, জ্বালানি ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এমনকি পাকাপোক্ত রানওয়ে। ঠিকমত আলোর ব্যবস্থাও নেই এখান। সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত এই এয়ারস্ট্রিপকেই ব্যবহার করার ঝুঁকি নেয় ভারতীয় বায়ুসেনা। সুদান পোর্টে পৌঁছতে না পারায়, ১২১ জন ভারতীয়কে উদ্ধার করতে দূতাবাসের তরফে তাঁদের নির্দেশ দেওয়া হয় সাইদানা এয়ারস্ট্রিপে পৌঁছনোর। এরপর রাতে অন্ধকারে দঃসাহসিক অভিযান চালিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে সাইদানা এয়ারস্ট্রিপে নামে বায়ু সেনার বিমান। এবং ১২১ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয় সুদান থেকে। উল্লেখ্য, সুদানে আটকে থাকা ভারতীয়দের এতদিন সুদান পোর্ট থেকে জাহাজে করে সৌদি আরবে আনা হচ্ছিল। এবং সেখান থেকে বিমানে করে ফেরানো হচ্ছিল দিল্লি। এই প্রথমবার সুদানের অকেজো এয়ারস্ট্রিপকে কাজে লাগিয়ে সুদান থেকে বিমানে ভারতীয়দের উদ্ধার করল বায়ুসেনা।










































































































































