১৫ থেকে ১৭ মে প্রকাশ হতে পারে মাধ্যমিকের ফল

0
3

আগামী মাসের তৃতীয় সপ্তাহেই প্রকাশ হতে পারে মাধ্যমিকের (Madhyamik) ফল (Result)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, সূত্রের খবর, ১৫ থেকে ১৭ মে-এর মধ্যে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই ১৫, ১৬, ১৭ মে তারিখ স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের কাছে প্রায় সব উত্তরপত্রই ইতিমধ্যে মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে। এখন শেষ পর্যায়ের মূল্যায়নের কাজ চলছে।

পর্ষদ সূত্রে খবর, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা স্থির করেছে পর্ষদ। শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে উত্তরপত্র (Online Answer Sheet) যাচাইয়ের কাজ। পর্ষদ সূত্রের খবর, ১ মে-এর মধ্যেই এই কাজ শেষ করা হবে। মে মাসের চতুর্থ সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ফল প্রকাশ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার মাধ্যমিকের ফল প্রকাশেরও দিন চূড়ান্ত হচ্ছে।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬,৯৮,৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।