জঙ্গিপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে সকলকে একজোট হয়ে কাজের বার্তা ফিরহাদের

0
1

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে দলের সংগঠনকে মজবুত করতে তৃণমূলের (TMC) জঙ্গিপুর (Jangipur) সংগঠনিক জেলার নেতাদের সঙ্গে শনিবার দীর্ঘ বৈঠক করলেন দলের সংখ্যালঘু নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঝটিকা সফরে মুর্শিদাবাদ গিয়ে জঙ্গিপুর পুরসভার একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করার পর মঙ্গলজোনে তৃণমূলের জঙ্গিপুর সংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি এবং দলের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান এবং চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ।

জঙ্গিপুর সাংগঠনিক জেলার জন্য ঘোষিত পূর্ণাঙ্গ জেলা কমিটিতে কিছু পরিবর্তন করা হবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়। জঙ্গিপুর সংগঠনিক জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে সম্প্রতি সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে দলের সভাপতি খলিলুর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তাঁকে না জানিয়ে সাংগঠনিক জেলা কমিটিতে কয়েকজনকে নেওয়া হয়েছে বলে মন্ত্বয করেন ইমানি বিশ্বাস। তবে তৃণমূল সূত্রে খবর, এদিনর বৈঠকে খলিলুর রহমানের সঙ্গে ইমানি বিশ্বাসের যে মতান্তর তৈরি হয়েছিল ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তা মিটে গিয়েছে।
ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সকলকে একত্রিত হয়ে এবং সমন্বয়ে রেখে কাজ করতে হবে। এর পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতিকেও তিনি নির্দেশ দিয়েছেন কোনও ব্যক্তিকে দলের জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। এর পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনে কাউকে অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের সাথে পরামর্শ করে নেওয়ার নির্দেশও দিয়েছেন ফিরহাদ।

আরও পড়ুন- ফের হার কলকাতার, গুজরাতের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল