কনসার্টের স্টেজে অ.সভ্যতা, নোবেলকে জুতা ও বোতল ছুড়ে মা.রল দর্শকরা

0
1

খায়রুল আলম, ঢাকা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না বাংলাদেশের গায়ক মইনুর আহসান নোবেলের। এবার আবার নতুন করে তিনি একটি বিতর্ক সৃষ্টি করলেন।

২৭ এপ্রিল, বৃহস্পতিবার নোবেল বাংলাদেশের একটি কলেজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই কুড়ি গ্রাম ফুলবাড়ি কলেজের সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠান অর্থাৎ ৫০ বছরের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। কথা ছিল তিনি সেই অনুষ্ঠানে গাইবেন। তিনি সেখানে দেওয়া কথা মতো যান, গাইতেও ওঠেন। তারপরই বাঁধে গোল।

জানা গিয়েছে নোবেলের রাত ৯টা নাগাদ স্টেজে ওঠার কথা থাকলেও তিনি প্রায় ২ ঘণ্টারও বেশি সময় পর ১১টা ২০তে গান গাইতে ওঠেন। আর গান গাইতে উঠেই মাতলামি শুরু করেন নোবেল। ফলস্বরূপ দর্শকরা এতটাই বিরক্ত আর রেগে যান যে তাঁরা তাঁকে জুতো ছুঁড়তে থাকেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পরে তাঁকে কলেজ কর্তৃপক্ষ সরিয়ে নেন।

এমন দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। অনুষ্ঠান পণ্ড হওয়ার বিষয়ে শিল্পী এবং আয়োজকদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- “দ্রুত ইতিবাচক পদক্ষেপ করুন”? নিয়োগ দু.র্নীতি মামলায় ফের আদালতের ভর্ৎসনার মুখে CBI