রাজস্থান ম‍্যাচের পরই প্রশ্ন উঠে কেন ব‍্যাটিং অর্ডারের শেষের দিকে মাহি? জানালেন চেন্নাই কোচ

0
3

গত বৃহস্পতিবার রাজস্থান রয়‍্যালসের কাছে ৩২ রানে হারে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে রুতুরাজ গায়কোওয়াড এবং শিভম দুবে লড়াই চালান। এই ম‍্যাচে টপ ওর্ডারে ব‍্যাট করতে নামেননি ধোনি। নিজেকে ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে রেখেছিলেন ক‍্যাপ্টেন কুল। আর রাজস্থানের কাছে চেন্নাই সুপার কিংসের হারের পরেই তাঁর ব্যাটিং ওর্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন শেষে ব‍্যাটিং করতে নামছেন মাহি। আর এবার এই নিয়ে মুখ খুললেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। এই প্রশ্নে কার্যত বিরক্ত তিনি।

এই নিয়ে ফ্লেমিং বলেন, “এই ধরনের কথা অর্থহীন। আমাদের দলে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা আছে। যে ক্রিকেটার যেখানে ভাল খেলছে তাকে সেখান থেকে সরানোর প্রয়োজন নেই। সেই কারণেই অজিঙ্কে রাহানে, শিভম দুবেরা উপরে ব্যাট করতে নামছে। আর ধোনি নীচের দিকে নামছেন।”

এখানেই না থেমে চেন্নাই কোচ আরও বলেন,” উইকেট পড়লে তারপর তো ধোনি নামবে। আগে যারা নেমেছিল তারাও দলকে জেতানোর চেষ্টা করেছিল। আমরা ভাল খেলতে পারিনি বলে হেরেছি। তারজন্য এক জনকে দায়ী করা ঠিক নয়।”

আরও পড়ুন:আজ ইডেনে গুজরাতে বিরুদ্ধে নামছে কেকেআর, লিগ টেবিলে উপরে উঠাই লক্ষ‍্য নীতীশদের