ধর্মীয় বিভাজন নিয়ে BJPকে তীব্র আ.ক্রমণ অভিষেকের, ‘হকের টাকা’ ফেরাতে দিল্লি যাওয়ার ডাক

0
1

বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে ফের সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ছিনিয়ে আনতে দিল্লি যাত্রার সময়ও জানিয়ে দিলেন। শনিবার, ময়নাগুড়ির (Moinaguri) সভা থেকে অভিষেক জানান, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ করেই ১ কোটি চিঠি নিয়ে দিল্লি (Delhi) যাবেন তিনি।

উত্তরবঙ্গে গত লোকসভা এমনকী, গত বিধানসভা নির্বাচনেও ভালো ফল করতে পারেনি শাসকদল। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রা উত্তর থেকেই শুরু করেছেন অভিষেক। আর সেখানেই জনসভা থেকে BJP-র ধর্মীয় বিভাজনের রাজনীতি ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ময়নাগুড়ির সভা থেকে অভিষেক জানান, “জলপাইগুড়ি জেলার ৭ লক্ষ ৯৮ হাজার মানুষ কাজ করেও ১০০ দিনের টাকা পাননি।“ তিনি আবেদন জানান, “জেলা থেকে আমাকে অন্তত ৪ লক্ষ চিঠি দিন। আমি সারা রাজ্য থেকে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব।” অভিষেকে কথায়, বাংলার ‘হকের টাকা’ মোদি সরকারের থেকে ছিনিয়ে আনতে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসবেন তিনি। তিনি যদি এককোটি চিঠি নিয়ে যান, তাহলে কোনও মন্ত্রীই কানে তুলো গুঁজে বসে থাকতে পারবেন না বলে মন্তব্য অভিষেকের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, ধর্মীয় বিভাজনের ফাঁদে পড়ে গত লোকসভা ও বিধানসভায় উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। তার ফলে মন্দির হচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন হচ্ছে না। অভিষেক বলেন, “বিজেপি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, শুধু শুনতে পাবেন, কিন্তু দেখতে পাবেন না। আর তৃণমূল হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, একই সঙ্গে দেখতেও পাবেন, শুনতেও পাবেন।” এবার আর ধর্মী মেরুকরণে না ভুলে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- দামোদর নদে স্নান করতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ৩ স্কুল পড়ুয়ার