রাজ্যে ২৪ ঘণ্টায় দুই ক.রোনা আক্রান্তের মৃ.ত্যু

0
2

রাজ্যে ফের করোনা (Covid) আক্রান্তর মৃত্যু (Death)। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে বিদেশ দত্ত নামে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের বাসিন্দা ৭৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জহরলাল রায় নামে হাওড়ার বি গার্ডেনের বাসিন্দা ৬৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে গত ২৪ ঘন্টায় ২ জন জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৫৩ এবং এই আক্রান্তর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন।রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৯০২ জন।

আরও পড়ুন- ফের সুপ্রিম ধাক্কা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নথি তলবের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের