পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
1

রাজ্যের আরও একটি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আপাতত কার্যকর হবে না। শুক্রবার ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।আসলে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও মামলা চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলাতেও ইডি এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই রায়ে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

এর ফলে আপাতত রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য। তার পর আবার বিষয়টি সুপ্রিম কোর্টে উঠবে।পুর নিয়োগে দুর্নীতি মামলাটিতেও ইডি এবং সিবিআইকে তদন্তের ছাড়পত্র দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরই পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। শুক্রবার সেই মামলাটিও শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। ওই মামলার শুনানিতেই বিচারপতির পুরসভা সংক্রান্ত নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।