শিবসেনার সম্পত্তির মালিকানা উদ্ধবদের হাতেই, সুপ্রিমকোর্টে জোর ধাক্কা শিন্ডে গোষ্ঠীর

0
3

শিবসেনা(ShivSena) দলের মালিকানা পেয়েছেন একনাথ শিন্ডে(Eknath Shinde) ও তাঁর সমর্থকরা। তবে দলের মালিকানা পেলেও শিবসেনার সম্পত্তি দখল করতে গিয়ে জোর ধাক্কা খেল শিন্ডে শিবির। নির্বাচন কমিশন থেকে শিবসেনার স্বীকৃতি পাওয়ার পর দলের সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা চেয়ে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয়েছিল শিন্ডে গোষ্ঠী। শুক্রবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ উদ্ধব গোষ্ঠীর অধিনে থাকা সম্পত্তির অধিকার হস্তান্তরের বিষয় পুরপুরি খারিজ করেন। শিন্ডে গোষ্ঠীর ঘনিষ্ঠ আইনজীবী আশিস গিরির দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি বলেন, “এটা কী ধরনের পিটিশন? আপনিই বা কে? এ ধরনের আবেদন গ্রাহ্য করা যায় না।” প্রসঙ্গত, গত বছরের জুন মাসে শিবসেনায় ভাঙনের পরে সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপির সাহায্যে উদ্ধবকে সরিয়ে সরকার গড়েছিলেন শিন্ডে। পাশাপাশি শিবসেনার প্রতীকের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শিন্ডে। সেই বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানায় কমিশন। শিবসেনা নাম এবং প্রতীক ব্যবহারের অধিকার দেওয়া হয় শিন্ডে গোষ্ঠীকে। তবে নির্বাচন কমিশন অধিকার দিলেও শীর্ষ আদালতে শিবসেনার সম্পত্তির অধিকার পেল না শিন্ডে শিবির।