দুরন্ত জয় লখনৌর, পাঞ্জাব কিংসকে ৫৬ রানে হারাল কে এল রাহুলের দল

0
2

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। এদিন শিখর ধাওয়ানদের ৫৬ রানে হারাল কে এল রাহুলের দল। লখনৌর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোইনিস। ৭২ রান করেন তিনি। ৫৪ রান মায়ার্সের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লখনৌ। লখন‍ৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোইনিস। ৭২ রান করেন তিনি। ৫৪ রান মায়ার্সের। ৪৩ রান করেন আয়ুস বাদোনি। অধিনায়ক কে এল রাহুল করেন ১২ রান। ৪৫ রান করেন নিকোলাস পুরান। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, স‍্যাম কুরান এবং লিভিংস্টোন।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। পাঞ্জাবের হয়ে লড়াই করেন অর্থব তাইডে। ৬৬ রান করেন তিনি। ১ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৬ রান করেন রাজা। ২৩ রান করেন লিভিংস্টোন। লখনৌ-এর হয়ে চার উইকেট নেন যশ ঠাকুর। তিন উইকেট নেন নবিন উল হক। দুটি উইকেট নেন রবি। একটি উইকেট নেন স্টোনিস।

আরও পড়ুন:ভারতীয় দলে রাহানের সুযোগ পাওয়া নিয়ে কী বললেন ঋদ্ধি?