ধোনির চেন্নাইকে ৩২ রানে হারাল সঞ্জুর রাজস্থান, দুরন্ত ইনিংস যশস্বীর

0
2

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রাজস্থান রয়‍্যালস। এদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৩২ রানে হারাল সঞ্জু স‍্যামসনের রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৭৭ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট অ‍্যাডাম জাম্পার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৭৭ রান করেন তিনি। দ্রুভ জুরেল করেন ৩৪ রান। ২৭ রান করেন জস ব‍্যাটলার। সঞ্জু স‍্যামসন করেন ১৭ রান। চেন্নাইয়ের হয়ে দুই উইকেট নেন তুষার দেশপান্ডের। একটি করে উইকেট নেন থিকসানা এবং রবীন্দ্র জাদেজ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭০ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। সিএসকের হয়ে লড়াই চালান শিভম দুবে। ৫২ রান করেন তিনি। ৪৭ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ১৫ রান করেন অজিঙ্কে রাহানে। ২৩ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। রাজস্থানের হয়ে তিন উইকেট অ‍্যাডাম জাম্পার। দুটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন কুলদীপ যাদব।

আরও পড়ুন:দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্নায় থাকা কুস্তিগিরদের বিরুদ্ধে এমনটাই বললেন পিটি উষা