১) আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রাজস্থান রয়্যালস। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৩২ রানে হারাল সঞ্জু স্যামসনের রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৭৭ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট অ্যাডাম জাম্পার।

২) পেলের মুকুটে যোগ হল নতুন পালক। বিশেষ সম্মান দেওয়া হল বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে।তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে। সেখানে পেলে শব্দের অর্থ হিসেবে লেখা রয়েছে ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়।

৩) রাস্তায় নেমে ধর্না, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন পিটি উষা। এই নিয়ে কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়।
৪) চলতি আইপিএল-এ বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। এমনটাই জানিয়ে দেওয়া হল হায়দরাবাদের পক্ষ থেকে।হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন এই অফ স্পিনার।
৫) ম্যাচ জেতালেও, শাস্তির মুখে নাইট ক্রিকেটার জেসন রয়। জানা যাচ্ছে, আউট হওয়ার পর উইকেটের একটি বেল-এ আঘাত করেন রয়। আর এর জেরে আইপিএলের নিয়মলঙ্ঘন করেন তিনি। আর এই নিয়ম ভাঙার দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ টাকা জরিমানাও দিতে হল জেসনকে।
আরও পড়ুন: Breakfast news : ব্রেকফাস্ট নিউজ










































































































































