বাস ভাঙচুর, জোর করে বন্ধ বাজার! বনধ সফল করতে মরিয়া বিজেপি

0
2

উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ সফল করতে মরিয়া বিজেপি ।শুক্রবার সাতসকালেই অশান্তি ছড়াতে ময়দানে নেমে পড়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। কোচবিহার শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বার করে বিজেপি। সেই মিছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসে এসে পৌঁছনোর পর বনধ সমর্থনকারীরা সরকারি বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, পুলিশ এসে তাঁদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন বিজেপি কর্মীরা। এরপরই অশান্তি রুখতে কুড়ি জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:কালিয়াগঞ্জ-কাণ্ড নিয়ে পুলিশি রিপোর্ট তলব রাজ্যপালের, বিরোধী নেতার বিরুদ্ধে লা.শ-রাজনীতির অভিযোগ কুণালের

অন্যদিকে, শুক্রবার সকালে কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাচ্ছিল বারোবিশা রুটের একটি সরকারি বাস। যাত্রীবাহী বাসে ঢিল ছুড়ে কাঁচ ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। তাতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন তাঁরা । বাসচালক বলেন, ‘‘বাস টার্মিনাস থেকে বাস বার করে যাচ্ছিলাম। গাড়ির ভিতরে অনেক যাত্রী ছিলেন। হঠাৎই একটি বড় পাথর বাসের সামনের কাচে এসে লাগে। কাচ ভেঙে যায়। মাথায় হেলমেট না পরে থাকলে আমার মাথা ফেটে যেত। আতঙ্কিত বাসযাত্রীরা বাস থেকে নেমে পড়েন।’’

অন্যদিকে কোচবিহারের চাকির মোড় এলাকাতেও দিনহাটাগামী একটি সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের উপর।কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। শুক্রবার সকাল থেকেই তাণ্ডব শুরু করেছে গেরুয়া শিবির।জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাটও। যাত্রী পরিবহণের জন্য সরকারি বাসগুলি রাস্তায় নামলেও অপ্রীতিকর পরিস্থিতির হাত থেকে বাঁচতে সরকারি বাসের ড্রাইভারদের হেলমেট পরে বাস চালাতে দেখা গিয়েছে। সকাল থেকেই বিভিন্ন রাস্তায় পুলিশ মোতায়েন রয়েছে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বলপ্রয়োগ করে দোকান বাজার বন্ধের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিভিন্ন জেলা জায়গায় জায়গায় পতাকা হাতে বন্‌ধের সমর্থনে রাস্তায় মিছিল বার করেছেন বিজেপি কর্মীসমর্থকেরা।যদিও বনধ রুখতে মরিয়া পুলিশ। জায়গায় জায়গায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।