গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে উদ্ধার ১১০০ ভারতীয়, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

0
3

সেনা ও আধা সেনার লড়াইয়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা সুদান(Sudan)। সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে তৎপর প্রসাশন। ইতিমধ্যেই ১১০০ জন ভারতীয়কে(Indians) সুদান থেকে বের করে আনা হয়েছে। যাদের মধ্যে অনেককেই বিমানে করে ইতিমধ্যে দিল্লিতে(Delhi) নিয়ে চলে আসা সম্ভব হয়েছে। গোটা অপারেশন খতিয়ে দেখতে সৌদি আরবে রয়েছেন ভারতের বিদেশ সচিব বিনয় বহন কোত্রা। সমুদ্রপথে সুদান থেকে ভারতীয়দের আনতে দুটি জাহাজ পাঠানো হয়েছিল আগেই বৃহস্পতিবার আরো একটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি সকল ভারতীয় কে যাতে যুদ্ধবিধ্বস্ত ওই দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় তার জন্য এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

বৃহস্পতিবার অপারেশন কাবেরী প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব কোত্রা বলেন, “সুদানে সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার ভারতীয় রয়েছেন। সেদেশের পরিস্থিতির দিকে দিনরাত নজর রাখা হচ্ছে। আজকেই আইএনএস তারকাশকে পাঠানো হচ্ছে সুদানের বন্দরে। বেশ কয়েকটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে সেদেশে।” পাশাপাশি বিদেশ সচিব আরো জানান যুদ্ধ বিরোধী হলেও তা মানছে না কোন পক্ষ। সৌদি আরবের সহায়তায় আপাতত উদ্ধারকাজ চলছে। এদিকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। প্রত্যেক ভারতীয় যেন সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে আধিকারিকদের বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন তিনি।