বুধবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২১ রানে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির হয়ে একা লড়াই চালান অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শেষমেশ নীতীশ রানাদের কাছে হারে আরসিবি। আর এই হারের পরই ক্ষুব্ধ ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। একহাত নিলেন দলের ক্রিকেটারদের।

কেকেআরের কাছে ম্যাচ হারের পর কোহলি বলেন,” সত্যি বলতে ম্যাচটা আমরা ওদের উপহার দিলাম। যোগ্য দল হিসাবেই আমরা হেরেছি এবং ওদের চোখের সামনে জিততে দেখেছি। এই রান তাড়া করতে গেলে যে ধরনের ক্রিকেট খেলা দরকার তার ধারেকাছে ছিলাম না আমরা। ম্যাচের দিকে তাকালে বুঝবেন, আমরা কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি। কত গুলো ক্যাচ ফেলেছি, যার জন্য অম্তত ২৫-৩০ রান অতিরিক্ত হয়েছে।”

এখানেই না থেমে কোহলি আরও বলেন,” স্কোরবোর্ডে যা রয়েছে, কীভাবে চেজ করা যাবে সেটাই ছিল মোদ্দা কথা। উইকেট পড়তে থাকলেও একটা পার্টনারশিপ আমাদের জয় এনে দিতে পারত। জয়ের জন্য স্রেফ একটা পার্টনারশিপ দরকার ছিল। সোজা উইকেট ছুঁড়ে দেওয়া মোটেই উচিত হয়নি আমাদের। আমরা এমন এমন বলে আউট হয়েছি যেগুলো মোটেও উইকেট পাওয়ার মতো বল ছিল না। রান তাড়া করার সময় এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। ”
আরও পড়ুন:কোচের সম্মতিতেই দল গঠন ইস্টবেঙ্গলের










































































































































