খেলতে খেলতে বারান্দার গ্রিল টপকে নীচে পড়ে মৃ*ত্যু শিশুর

0
1

খেলতে খেলতে আচমকাই বারান্দার গ্রিল বেয়ে উপর থেকে নীচে পড়ে মৃত্যু হল দু’বছরের এক শিশুর। বুধবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইকো পার্ক থানা এলাকার চিনার পার্কের একটি আবাসনে। গোটা ঘটনায় শোকাচ্ছন্ন শিশুটির পরিবার।

আরও পড়ুন:ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে তিলোত্তমাও?

পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম সুস্মিত বিশ্বাস। তার বাবা শুভেন্দু বিশ্বাস পেশায় ব্যবসায়ী। আবাসিকেরা জানান, মাস ছয়েক আগে ওই পরিবারটি ফ্ল্যাট কিনে এসেছে। ওই আবাসনের ছ’নম্বর ব্লকের ছ’তলার ফ্ল্যাটে থাকে তারা। শিশুটি কী ভাবে পড়ে গেল, তা এখনও বুধে উঠতে পারছে না আবাসিকদের কেউই। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, ঘটনার সময়ে সুস্মিতের মা রান্না করছিলেন। বাবাও বাড়িতে ছিলেন না। শিশুটি বারান্দায় খেলছিল। খেলতে খেলতে কো‌নও ভাবে সে বারান্দার রেলিং টপকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে সুস্মিতকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আবাসনে বারান্দার রেলিং টপকে পড়ার ঘটনা নতুন নয়। বারান্দার অর্ধেক অংশে গ্রিল থাকায় এর আগেও খেলতে গিয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় অর্ধেক ঘেরা বারান্দা তৈরিতে চিন্তাভাবনা করছেন অনেকেই ।