চলতি আইপিএল-এ একেবারেই ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এখনও পযর্ন্ত চলতি আইপিএল-এ ৭ ম্যাচে ২৫.৮৬ গড়ে মাত্র ১৮১ রান করেছেন। এখন পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। আর রোহিতের এই অফ ফর্ম নিয়েই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে, একটা ছোট্ট বিরতি রোহিতের জন্য ভালো হতে পারে।

ম্যাচ চলাকালীন, ধারাভাষ্য দিতে দিতে গাভাস্কর বলেন,”আমি ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই মুম্বই ইন্ডিয়ান্স দলে। সত্যি বলতে, আমি এটাও বলব যে রোহিতের হয়তো আপাতত কিছুদিনের বিরতি নেওয়া উচিত এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। চলতি আইপিএলের শেষ কয়েকটি ম্যাচের জন্য আবার তিনি যাতে ফিরে আসতে পারেন সেটা দেখা উচিৎ। কিন্তু এই মুহূর্তে রোহিতের নিজেকে একটু সময় দেওয়া উচিত।”
আরও পড়ুন:বিশ্বকাপে কি পাওয়া যাবে পন্থকে? ঋষভের মাঠে ফিরতে সময় লাগবে সাত থেকে আট মাস : সূত্র











































































































































