কাঁথি পুরসভার স্টল দু.র্নীতি মামলায় গ্রে.ফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ জাভেদ

0
1

কাঁথি পুরসভার (Kanthi Municipality) স্টল দুর্নীতি মামলায় এবার রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতারকে (Javed Akhtar) গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। অভিযোগ, কাঁথি পুরসভার পুরপ্রধান সৌমেন্দু অধিকারী থাকাকালীন শহরে একাধিক নির্মাণ হয়। আর সেই নির্মাণ কাজেই বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। আর সেই সময় কাঁথি পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ আখতার। এরপর দলবদলু শুভেন্দুর দেখানো পথেই বিজেপিতে যোগদান করেন তিনি।

সূত্রের খবর, কাউন্সিলর পদে থেকে একাধিক ঠিকাদারির কাজ করতেন জাভেদ আখতার। জানা গিয়েছে, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ দেখতে ইংল্যাণ্ডে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। তাঁর সফরসঙ্গী ছিলেন এই আখতার। পাশাপাশি কাঁথি পুরসভায় একাধিক স্টল নির্মাণকে কেন্দ্র করে মোটা টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। বড় অঙ্কের টাকার বিনিময়ে স্টল বিক্রি করার অভিযোগ প্রকাশ্যে আসে। তবে সেই টাকা পুরসভায় জমা পড়েনি অভিযোগ। এরপরই একাধিক স্টল দুর্নীতি মামলায় কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর গাড়ি চালক গোপাল সিং সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে একাধিকবার সৌমেন্দু অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে কলকাতা (Kolkata) থেকে জাভেদকে গ্রেফতার করল পুলিশ।