কালিয়াগঞ্জে আইন হাতে তুলে পুলিশের উপর হা.মলা উন্মুক্ত জনতার! আ.হত ১৬ পুলিশকর্মী

0
3

আদিবাসী সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা জেলার কালিয়াগঞ্জ থানা চত্বর। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনায় উন্মত্ত জনতা থানায় ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দিয়েই ক্ষান্ত থাকেনি, পুলিশ কর্মীদের উপর আক্রমণ করে। থানার ক্যাম্পাস চত্বর চারদিক থেকে ঘিরে ফেলে উন্মত্ত জনতা। নিজেদের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও উন্মত্ত জনতার দিকে একটাও গুলি চালায়নি পুলিশ। উল্টে নিজেদের প্রাণ বাঁচাতে অস্থায়ী ক্যাম্পের তক্তার নিচে আশ্রয় নেয় বহু পুলিশ কর্মী।

আরও পড়ুন:ফের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তীব্র আ.ক্রমণ অভিষেকের, নিশানায় বিজেপি সাংসদ-বিধায়ক

এদিকে বিরোধী দলের উসকানি পেয়ে কালিয়াগঞ্জের ৪,৫,৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ২৮ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ক্যাম্পাস চত্বরের পাঁচিল ভেঙে, দরজা ভেঙে ঢুকে পড়ে উন্মত্ত জনতা।থানায় ঢুকে বেপরোয়া ভাবে তাণ্ডব চালায় তারা। হাতজোড় করেও রক্ষা পাননি পুলিশকর্মীরা। পুলিশের লাঠি দিয়েই পুলিশকে বেধড়ক মারধর করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তক্তার নিচে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের টেনে হিঁচড়ে বের করে মারধর করছে উন্মত্ত জনতা। মারের চোটে ঠোঁট ফেটে রক্ত ঝড়ছে পুলিশ কর্মীদের। কোনও কোনও পুলিশকর্মীর মাথার হেলমেট মারের চোটে ভেঙে গেছে। তাও মার থামেনি উন্মত্ত জনতার।
ইতিমধ্যেই কালিয়াগঞ্জে পুলিশকর্মীদের মারের ঘটনায় জখম অন্তত ১৬ পুলিশ কর্মী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। এই তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যে ২২ জনকে আটক করেছে পুলিশ।