কালিয়াগঞ্জে নির.স্ত্র পুলিশের উপর হা.মলা, ভা.ইরাল ভিডিও টুইট করে নি.ন্দা কুণালের

0
3

আদিবাসী সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা জেলার কালিয়াগঞ্জ (Kaliaganj) থানা চত্বর। উন্মত্ত জনতা থানায় ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দিয়েই ক্ষান্ত থাকেনি, পুলিশ কর্মীদের উপর আক্রমণ করে। থানার ক্যাম্পাস চত্বর চারদিক থেকে ঘিরে ফেলে উন্মত্ত জনতা। প্রাণ বাঁচাতে অস্থায়ী ক্যাম্পের (Camp) তক্তার নিচে আশ্রয় নেয় বহু পুলিশ কর্মী (Police)। ক্যাম্পাস চত্বরের পাঁচিল ভেঙে, দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। বেপরোয়া ভাবে তাণ্ডব চালায়। পুলিশ লাঠি দিয়েই পুলিশকে বেধড়ক মারধর করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অস্থায়ী ক্যাম্পের তক্তার নিচে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের টেনে হিঁচড়ে বের করে মারধর করা হয়। উন্মত্ত জনতার হাতে জখম অন্তত ১৬ পুলিশ কর্মী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। এদিকে এই তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যে ২২ জনকে আটক করেছে পুলিশ। কালিয়াগঞ্জের ৪,৫,৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ২৮ তারিখ পর্যন্ত জারি ১৪৪ ধারা।

আইন হাতে তুলে নিয়ে থানা জ্বালিয়ে দেওয়া ও নিরপরাধ পুলিশের উপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে শাসক দলের তরফে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, “এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি। বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার। হামলাকারীদের গ্রেফতার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার। ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য।” পুলিশের উপর হামলার ভাইরাল ভিডিও টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন কুণাল।

https://twitter.com/KunalGhoshAgain/status/1651108886504697856?t=43R7_v5IYdIl2sESV0428Q&s=08