মালদহে স্কুলে ক্লাস চলাকালীন আগ্নে.য়াস্ত্র হাতে যুবক!

0
3

মালদহের স্কুলে বন্দুকবাজের হামলা (Gunman attack)। ক্লাস চলাকালীন অস্ত্র হাতে স্কুলে প্রবেশ করেন এক যুবক। ক্লাসের টেবিলে অ্যাসিড বোতল (Acid Bottle) রেখে আতঙ্ক তৈরীর চেষ্টা করেন। মালদহের মুচিরা চন্দ্রমোহন হাইস্কুলের (Mochira Chandramohan High School, Maldah) ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। পরিস্থিতি মোকাবেলায় স্কুলে হাজির মালদহের পুলিশ সুপার।

বুধবার দুপুরে আচমকাই ক্লাস চলাকালীন রাজু বল্লভ নামে এক যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করেন। ক্লাসরুমের টেবিলে অ্যাসিড বোতল রেখে বন্দুক উচিয়ে থাকতে দেখা যায় তাঁকে। আতঙ্কে জড়োসড়ো পড়ুয়ারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। স্কুলের বাইরের রাস্তাও অবরোধ করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ সেই বন্দুকবাজকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। বন্দুকবাজ জানান, তাঁর স্ত্রী এবং ছেলেকে অপহরণ করা হয়েছে। কিন্তু তিনি কেন স্কুলে এমন কাণ্ড ঘটালেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।