আগামী রবিবার অনুস্থিত হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত(Maan Ki Baat) অনুষ্ঠানের শততম পর্ব। এই অনুষ্ঠানের বিশেষ পর্বকে স্মরণীয় করতে সরকারের পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দেশের সর্বত্র বিজেপির উদ্যোগে যেমন বুথে বুথে হবে অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন, তেমনই সরকারের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তরফে ১০০ তম পর্বে ১০০ টাকার বিশেষ কয়েন উদ্বোধনের পাশাপাশি, এই দিন সব কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অনুষ্ঠান সম্প্রচারের পরামর্শ দিয়েছে মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে(Community Redio Station) ১০০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করতে হবে এবং অনুষ্ঠান সম্প্রচারের প্রমাণ পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রককে।
কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে, এক মিনিটের অডিও ক্লিপ পাঠাতে হবে প্রমাণ স্বরূপ। যার মধ্যে ২৫ সেকেন্ড এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনও একটি অংশ। এবং আর ২৫ সেকেন্ড অনুষ্ঠানের শেষের অংশ। সম্প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠাতে হবে এই অডিও ক্লিপ। অডিও ক্লিপ পাঠানোর জন্য একটি লিঙ্ক কেন্দ্রের তরফে পাঠানো হবে রেডিও স্টেশনগুলিকে। পাশাপাশি কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ এই অনুষ্ঠান রেডিও স্টেশনগুলিতে উৎযাপন করারও। রেডিও শোনার ও অনুষ্ঠান উৎযাপনের ছবিও পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রককে।
তবে কমিউনিটি রেডিও স্টেশনগুলিতে কেন্দ্রের এহেন ‘পরামর্শে’ ক্ষুব্ধ স্টেশন কর্তারা। তাঁদের অভিযোগ, কবে কি কি অনুষ্ঠান হবে তার পরিকল্পনা আগে থেকে হয়ে থাকে। এভাবে হঠাত করে মন কি বাত চালানো সম্ভব নয়। পাশাপাশি অনেক কর্মকর্তার দাবি, সরকার যদি কমিউনিটি রেডিওতে জোর করে এই অনুষ্ঠান চাপিয়ে দেন সেক্ষেত্রে আমাদের সম্প্রচার করা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না।