ম‍্যাচ জিতেও স্বস্তি নেই, স্লো-ওভার-রেটের জন্য জরিমানা করা হল ওয়ার্নারকে

0
2

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ রানে জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। আইপিএল-এ দ্বিতীয় জয় দিল্লির। তবে ম‍্যাচ জিতেও স্বস্তি নেই ডেভিড ওয়ার্নারদের। শাস্তির খাড়া নেমে এল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক উপর। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে স্লো-ওভার-রেটের জন্য দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার আইপিএল এক বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএলের ন্যূনতম ওভার-রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে পড়ে। আর এটি ওয়ার্নারের দলের সিজনে প্রথম অপরাধ ছিল। তাই ওয়ার্নারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

আইপিএলের লক্ষ্য, প্রতটি ম‍্যাচ যেন তিন ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা, তবে স্লো ওভার রেট একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি খেলা চার ঘন্টার সীমাও ছাড়িয়ে গিয়েছে। তাই এবার সেই দিকে নজর দেওয়ার জন‍্য কঠোর হচ্ছে আইপিএল। রবিবার রাজস্থান ম‍্যাচে স্লো-ওভার-রেটের জন্য জরিমানা করা হয় বিরাটকেও।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে ম‍্যাচ জিতেও বিরাট ক্ষতি আরসিবির