খড়্গপুর আইআইটি-র ছাত্র মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বদলে গেল আদালতের সিদ্ধান্ত। সব দেখে শুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। খড়্গপুর আইআইটি-র (IIT Kharagpur) ছাত্র ফাইজান আহমেদের (Faizan Ahmed) রহস্যমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত বদল করল কলকাতা হাইকোর্ট। ফাইজ়ান আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, এই প্রশ্ন তুলেছিলেন মৃতের বাড়ির লোকেরা। গোটা বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত । সেই কমিটির রিপোর্টে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে বলা হয়েছে ওই ছাত্রের মাথার পিছনে শক্ত কোনও জিনিসের আঘাতের চিহ্ন মিলেছে। এরপরই মঙ্গলবার ফাইজ়ানের দেহ দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজাশেখর মান্থা জানান পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে মাথার পেছনে আঘাতের কোনও কথা উল্লেখ করা নেই। বিচারপতি এদিন এজলাসে বলেন, তদন্তকারী অফিসারকে ময়নাতদন্তের জন্য দেহ কলকাতায় আনতে হবে। কলকাতা মেডিক্যাল কলেজে আগের চিকিৎসকের উপস্থিতিতেই এই ময়নাতদন্ত করতে হবে। আগামী ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।