রাজ্যে প্রথম, NRS-এ খুলল ব্লাড ক্যা.নসার আ.ক্রান্ত শিশুদের জন্য নয়া ইউনিট

0
1

সরকারি হাসপাতালে নজীরবিহীন উদ্যোগ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাক্ষেত্রে নেওয়া হল একাধিক ব্যবস্থা। মঙ্গলবার হাসপাতালে ব্লাড ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য ১০ শয্যার একটি নয়া ইউনিট চালু হল। যা রাজ্যে প্রথম বলে জানিয়েছেন, হাসপতালের রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ ডাঃ শান্তনু সেন।

শুধু তাই নয়, রক্তের ক্যানসারে আক্রান্ত শিশুরা হাসপতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসা জারি রেখেছে কি না জানতে রোটারি ক্লাবের সহযোগিতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে একটি হেল্ফ ডেস্কও চালু করা হয়েছে। এই বিশেষ ডেস্কের কাজই হবে রক্তের ক্যানসারে আক্রান্ত যে সমস্ত শিশু বহুমূল্যের কিছু শারীরিক পরীক্ষা বা ওষুধ সাময়িকভাবে হাসপাতাল থেকে পাচ্ছে না তাদের সঙ্গে যোগাযোগ করা। এবং তাদের যথাযোগ্য সাহায্য করা। এর পাশাপাশি পুরুষ ও মহিলাদের মোট ১৬ শয্যার গাস্ট্রোঅন্ট্রোলজি বিভাগও চালু হয় এদিন। ডাঃ শান্তনু সেন বলেন, সরকারি হাসপাতালের এই নতুন বিভাগগুলির ফলে উপকৃত হবেন রোগিরা।

আরও পড়ুন- ”মেরে পাস মা হ্যায়, মমতার পাশে মানুষ”, অনুব্রত গড়ে বার্তা ফিরহাদের