Harry Belafonte: যুগের অবসান! প্র.য়াত কিংবদন্তি গায়ক হ্যারি বেলাফন্টে

0
1

ফের এক নক্ষত্রপতন। সংগীত জগতের অন্যতম তারকার জীবনাবসান। হ্যারি বেলাফন্টে। যাঁর কণ্ঠ ঝড় তুলেছিল একটা সময়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মঙ্গলবার ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।

১৯২৭ সালে ১ মার্চ হার্লেমে জন্মগ্রহণ করেন হ্যারি। তাঁর ঝুলিতে রয়েছে গ্র্যামি, এমি এবং টোনির মতো একাধিক বিশ্ববিখ্যাত পুরস্কার। পাঁচের দশকে নিজস্ব শৈলীতে লোকগান গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন হ্যারি। জাতিগত বিভেদের আগল ভেঙে দিয়েছিলেন হ্যারি বেলাফন্টে। ‘ব্যানানা বোট’, ‘জামাইকান ফেয়ারওয়েল’, ‘শেক শেক সেনোরা’, ‘জাম্প ইন দ্য লাইন’-র মতো অজস্র গান হ্যারি বেলাফন্টের ঝুলিতে।
শুধু গায়ক হিসাবেই পরিচিতি পাননি বেলাফন্টে। আমেরিকায় বর্ণবৈষম্যের বেড়া ভাঙতে নিজের গানকে হাতিয়ার করেছিলেন শিল্পী। নাগরিক আন্দোলন অন্যমাত্রা পেয়েছিল তাঁর সুরময় সৃষ্টিতে।

একজন গায়ক হিসেবে সাফল্যের পর তাঁর কাছে সিনেমারও অফার আসে। এবং মিস্টার বেলাফন্টে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা, যিনি হলিউডেও সাফল্য অর্জন করেছিলেন। যদিও তাঁর সিনেমা খুব বেশি যে হিট হয়েছিল তা নয়, তবে তাঁর প্রতিবাদী চরিত্র তাঁকে সব জায়গায় মানুষের আইডল করে তোলে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধানসভায় কোনও বিল পাশ হলে দ্রুত ছাড়তে হবে রাজ্যপালকে