সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে, শেষ দেখে ছাড়বেন! মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

0
1

তাঁর এজলাসেই বিচারাধীন মামলা নিয়ে টেলিভিশন চ্যানেলে খুল্লামখুল্লা ইন্টারভিউ। লম্বা সাক্ষাৎকারে সঞ্চালকের সামনে বিভিন্ন ইস্যুতে চাঞ্চল্যকর মন্তব্য করে ঘোরতর বিপাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণ-এ চরম অস্বস্তিতে পড়েছেন বিচারপতি। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur) হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন। আইনজ্ঞ মহলের একটি অংশ মনে করছে, এমন ঘটনা প্রমানিত হলে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হতে পারে সংশ্লিষ্ট মামলা।

এরই মধ্যে আবার গুঞ্জন, ইস্তফা দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এই জল্পনায় জল ঢেলেছেন স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন, ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, বরং এর শেষ দেখে ছাড়বেন। এদিন এজলাসে এসে স্পষ্টভাবে তা জানিয়ে দিলেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কে বা কারা রটাচ্ছে আমি নাকি পদত্যাগ করছি! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে, সে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না, কিন্তু লড়াই চলবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। কিছু আইনজীবী সুপ্রিম কোর্টকে ভুল বোঝাচ্ছেন। আমাকেই এর ব্যাখ্যা দিতে হবে। আমি ইন্টারভিউ দিয়েছি, আমিই ব্যাখ্যা দেবো। যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার হাতে পাওয়ার পর আমি উত্তর দিয়ে দেবো।”

প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বর মাসে একটি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে তাঁর বেঞ্চে চলা বিচারাধীন মামলা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। একটি মামলায় এই বিষয়টি দেশের শীর্ষ আদালতের কাছে তুলে ধরেন আইনজীবী অভিষেক মনুসিংভি। এরপরই অভিযোগের সত্যতা জানতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী শুক্রবারের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। এর ফলেই বিভিন্ন মহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ভূমিকা কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।